logo
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd

ইতঃপূর্বে বাস্তবায়িত ডিজিটাইজকৃত সেবা
০৫ মে ২০২৪, রবিবার
ক্রমিক নং ইতঃপূর্বে বাস্তবায়িত ডিজিটাইজকৃত সেবা সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না? সেবার লিংক মন্তব্য
অনলাইন শিক্ষক বদলি উন্নয়নকৃত অনলাইন শিক্ষক বদলি ওয়েবপোর্টালে শিক্ষকগণ এখন তাঁদের শিক্ষক পিন এবং মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করে নিজস্ব UI (User Interface) এ প্রবেশ করে আবেদন করতে পারবেন। শিক্ষক এবং বিদ্যালয়ের তথ্যাদি পূর্ব থেকেই ডাটাবেইজে সংরক্ষণ থাকায় শুধুমাত্র বদলির ক্ষেত্র (অন্ত:উপজেলা, আন্ত:উপজেলা, আন্ত:জেলা, আন্ত:বিভাগ এবং অন্ত:সিটি কর্পোরেশন) এবং বদলির কারণ সিলেক্ট করে বদলির আবেদন করতে পারবেন। সফটওয়্যারে প্রতিটি ধাপে সময় নির্ধারণ করা থাকবে ফলে স্বয়ংক্রিয়ভাবে আবেদনটি অগ্রায়ণ হতে থাকবে এবং কোন ধাপে অতিরিক্ত সময় ক্ষেপনের কোন সুযোগ থাকবে না। আবেদনকারীর বদলির প্রেক্ষাপটের আলোকে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে স্কোর নির্ধারিত হবে ফলে আবেদনকারী একাধিক হলে অগ্রাধিকার তালিকাও সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। ফলে একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে অন্যদিকে অযাচিত তদবির ও চাপ হ্রাস পাবে। হ্যাঁ হ্যাঁ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রদত্ত লিংক
শিক্ষকসহ জনবল নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ অনলাইনে আবেদন গ্রহণের ফলে সেবা প্রত্যাশীগণ নির্ভুলভাবে আবেদন করতে পারে। এতে যাতায়াত,সময় এবং অর্থ সাশ্রয় হয় ফলে টিসিভি হ্রাস হয়। হ্যাঁ হ্যাঁ http://dpe.teletalk.com.bd/
প্রাথমিক বৃত্তি সমাপনী ফলাফল যাতায়াত,সময় এবং অর্থ সাশ্রয় হয় ফলে টিসিভি হ্রাস হয়। হ্যাঁ হ্যাঁ http://180.211.137.51/
শিক্ষক সমন্বিত গ্রেডেশন অনলাইন ব্যবস্থাপনায় সহকারী শিক্ষকদের খুব কম সময়ে প্রধান শিক্ষক পদে পদন্নোতি করা হয়। হ্যাঁ হ্যাঁ http://180.211.137.51:8088/gradation/
ডিপিই একাউন্টিং সিস্টেম ডিপিইর সকল কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও আর্থিক সুবিধাদি খুব কম সময়ে হয়রানিমুক্তভাবে প্রদান করা যায়। হ্যাঁ হ্যাঁ http://ais.dpe.gov.bd
স্কুল ফিডিং প্রোগ্রাম - হ্যাঁ হ্যাঁ http://sfp.dpe.gov.bd
ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান খুব কম সময়ে হয়রানিমুক্তভাবে সুবিধা ভোগীর তালিকা প্রণয়ন এবং আর্থিক সুবিধা প্রদান করা হয়। হ্যাঁ হ্যাঁ http://pesp.dpe.gov.bd
ছাত্র ছাত্রীদের প্রোফাইল প্রতিটি বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর ডাটাবেজ সংরক্ষণ ও প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে বিভিন্ন কাজ সহজেই সম্পাদন করা হ্যাঁ হ্যাঁ http://crvs.dpe.gov.bd