logo
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা
০৫ মে ২০২৪, রবিবার
ক্রমিক নং ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না? সেবার লিংক মন্তব্য
স্মাইলি স্মাইলি একটি উদ্ভাবনী ধারনা যেখানে শিক্ষার্থীদের মাঝে ভালো কাজ করার প্রবণতা সৃষ্টি করে, নৈতিকতা শিক্ষা দেয়। মূলত যেখানেই ভালো কাজ সেখানেই স্মাইলি। যখন কোন শিক্ষার্থী বিদ্যালয়ে কোন সামাজিক কাজ কিংবা নৈতিকতার চর্চা করে তখনই সে একটি স্মাইলি পায়। এভাবে এক মাসে যে সর্বোচ্চ সংখ্যক স্মাইলি পায় তাকে ঐ মাসের সেরা শিক্ষার্থী হিসেবে ঘোষনা করা হয় এবং তার ছবি নোটিশ বোর্ডে টাঙানো থাকে। এভাবে ভালো কাজ করার প্রবণতা তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সুনাগরিক গুনাবলী বিকশিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ প্রযোজ্য নয়