logo
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা
০৫ মে ২০২৪, রবিবার
ক্রমিক নং ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না? সেবার লিংক মন্তব্য
আমার স্বপ্ন আমার স্কুল নমনীয় একটি প্রকল্প যার লক্ষ্য হলো সকল অংশীজনের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ সুযোগ সৃষ্টি করা। প্রকল্পটিতে অনেকগুলো উপাদান/পদক্ষেপ রয়েছে যেগুলো তিনটি এরিয়া (বিদ্যালয় পর্যায়, ক্যাচমেন্ট এলাকা এবং উপজেলা পর্যায়) য় পরিচালিত হয় এবং সবধরণের স্টেকহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করে। উপাদানগুলো হলোঃ ১) আমার স্বপ্ন , ২) রঙিন স্কুল, ৩) ক্ষুদে ডাক্তারখানা, ৪) হেলথ কর্ণার, ৫) ক্লাসরুম লাইব্রেরী, ৬) সেরা মা, ৭) টিফিন বক্সে মিডডে মিল, ৮) ক্লাসরুম দেয়ালিকা, ৯) সততার দোকান, ১০) স্মাইলি, ১১) সাবলীল পাঠক, ১২) মিতালী, ১৩) ভাষা ও গণিত ল্যাব, ১৪) কম্পিউটার ল্যাব, ১৫) ডিজিটাল হাজিরা, ১৬) পিয়ার টিউটরিং, ১৭) স্টুডেন্ট সাপোট নেটওর্য়াক (এসএসএন), ১৮) অভ্যথনা, ১৯) সেরা পাঠক, ২০) সহযোগিতামূলক শিখন, ২১) এ্যাকশন রিসাস ২২) আদশ বিদ্যালয় পরিদর্শণ, ২৩) সঞ্জীবনী প্রশিক্ষণ ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ প্রযোজ্য নয়
স্মাইলি স্মাইলি একটি উদ্ভাবনী ধারনা যেখানে শিক্ষার্থীদের মাঝে ভালো কাজ করার প্রবণতা সৃষ্টি করে, নৈতিকতা শিক্ষা দেয়। মূলত যেখানেই ভালো কাজ সেখানেই স্মাইলি। যখন কোন শিক্ষার্থী বিদ্যালয়ে কোন সামাজিক কাজ কিংবা নৈতিকতার চর্চা করে তখনই সে একটি স্মাইলি পায়। এভাবে এক মাসে যে সর্বোচ্চ সংখ্যক স্মাইলি পায় তাকে ঐ মাসের সেরা শিক্ষার্থী হিসেবে ঘোষনা করা হয় এবং তার ছবি নোটিশ বোর্ডে টাঙানো থাকে। এভাবে ভালো কাজ করার প্রবণতা তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সুনাগরিক গুনাবলী বিকশিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ প্রযোজ্য নয়
মহানুভবতার দেয়াল বিদ্যালয়ের একটি দেয়াল। দু/তিন সারি হুক লাগানো। সেগুলোতে ঝুলানো রয়েছে কিছু পুরোনো কাপড় চোপড়। যাদের প্রয়োজন নেই তারা রেখে গেছে এগুলো। আর যাদের প্রয়োজন তারা সেগুলো নিতে পারে। এভাবেই শিশুদের মাঝে মহানুভবতার বিকাশ হচ্ছে আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। হ্যাঁ হ্যাঁ প্রযোজ্য নয়
সততার দোকার নেই কোনো দোকানি, নেই ক্যামেরার নজরদারি। জিনিসপত্রের গায়ে দাম লেখা রয়েছে। সেই দাম অনুযায়ী খাতা-কলম বা অন্য কোনো শিক্ষাসামগ্রী নিয়ে লাল বাক্সে টাকা রাখতে হবে। এভাবে কোনো দরদাম ছাড়াই শিক্ষার্থীরা কেনাকাটা করতে পারছে “সততার দোকান” থেকে। এই দোকান থেকে শিক্ষার্থীরা যেমন সহজে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে, তেমনি রাখতে পারছে সততার স্বাক্ষর। একটি পণ্য অতিরিক্ত নিলে বা টাকা না দিলে দেখার কেউ নেই। তবু সবাই সততার পরীক্ষায় পাস করেছে। গত কয়েক মাসের ক্যাশ বাক্সের হিসাব তা-ই বলছে। হ্যাঁ হ্যাঁ প্রযোজ্য নয়
স্মাইলি স্মাইলি একটি উদ্ভাবনী ধারনা যেখানে শিক্ষার্থীদের মাঝে ভালো কাজ করার প্রবণতা সৃষ্টি করে, নৈতিকতা শিক্ষা দেয়। মূলত যেখানেই ভালো কাজ সেখানেই স্মাইলি। যখন কোন শিক্ষার্থী বিদ্যালয়ে কোন সামাজিক কাজ কিংবা নৈতিকতার চর্চা করে তখনই সে একটি স্মাইলি পায়। এভাবে এক মাসে যে সর্বোচ্চ সংখ্যক স্মাইলি পায় তাকে ঐ মাসের সেরা শিক্ষার্থী হিসেবে ঘোষনা করা হয় এবং তার ছবি নোটিশ বোর্ডে টাঙানো থাকে। এভাবে ভালো কাজ করার প্রবণতা তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সুনাগরিক গুনাবলী বিকশিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ প্রযোজ্য নয়