logo
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd

ইতঃপূর্বে বাস্তবায়িত সহজিকৃত সেবা
০৫ মে ২০২৪, রবিবার
ক্রমিক নং ইতঃপূর্বে বাস্তবায়িত সহজিকৃত সেবা সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না? সেবার লিংক মন্তব্য
শিক্ষকদের পিআরএল ও পেনশন পেনশনে যাওয়ার পূর্বে শিক্ষকগণের আবেদনের প্রেক্ষিতে অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে সর্ব্বোচ্চ এক বছর পিআরএল এবং আঠার মাসে লামগ্রান্ট মঞ্জুরির জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রস্তাব প্রেরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মঞ্জুরির আদেশ পাওয়ার পরে উপজেলা শিক্ষা অফিসার কাগজপত্র প্রস্তুত করে হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করেন। হিসাবরক্ষণ অফিস থেকে বিল পাশ হলে তা শিক্ষকের হিসাব নম্বরে জমা হয়। পুরাতন পদ্ধতিতে শিক্ষককে অপ্রয়োজনীয় ১৩ প্রকারের কাগজ অতিরিক্ত দাখিল করতে হতো। সেবাটি সহজ করার ফলে শিক্ষক পেনশনে যাওয়ার পূর্বেই দ্রুততম সময়ে মঞ্জুরির আদেশ প্রাপ্ত হচ্ছেন। হ্যাঁ হ্যাঁ প্রযোজ্য নয়